ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, নারীসহ আটক ২

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, নারীসহ আটক ২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া বেগম একই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী। সংঘর্ষে আরও তিনজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীসহ দুইজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত আফার উদ্দিনের ছেলে আব্দুল জলিল ও তার চাচাতো ভাই মৃত সোলেমান ধোন্দার ছেলে মতিয়ার রহমানের মধ্যে ৭৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতের সাম্প্রতিক রায়ে মতিয়ারদের পক্ষে রায় এলেও জলিলের পরিবার জমির একটি অংশে বসবাস করে আসছিল।

স্থানীয়ভাবে মানবিক কারণে জলিলের বসতির ১০ শতাংশ জমি ছেড়ে দেওয়ার প্রস্তাব উঠলে মতিয়াররা আপত্তি জানান এবং বিকল্প জমির প্রস্তাব দেন। তবে জলিল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এর জেরে শনিবার সকালে মতিয়ার রহমানের লোকজন জমিতে হালচাষ করতে গেলে জলিলের পরিবারের সদস্যরা বাধা দেন। এ সময় শুরু হয় হাতাহাতি ও সংঘর্ষ। জলিলকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান আছিয়া বেগম।

আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে এবং আছিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নারী আটক,বৃদ্ধা নিহত,জমি নিয়ে সংঘর্ষ,লালমনিরহাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত