ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা মরদেহ উদ্ধার, যুবক আটক

মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা মরদেহ উদ্ধার, যুবক আটক

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের পশুহাসপাতাল এলাকার ঋষিপাড়া থেকে ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ভজন গুহ ছায়াবীথি সড়কের সস্তোষ কুমারের ছেলে। তিনি গত চার মাস ধরে পরিবার নিয়ে ঋষিপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, ‘রাত ১১টার দিকে সংবাদ পাই, ঋষিপাড়ার একটি সড়কের পাশে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পাওয়ার পরপরই সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।’

এ ঘটনায় একই এলাকার আবির (৩৫) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

মৃত ভজন গুহের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

যুবক আটক,গলাকাটা মরদেহ,মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা মরদেহ উদ্ধার, যুবক আটক,কলা বিক্রেতা,মাগুরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত