
রাজবাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ আবু হানিফ বিশ্বাস (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু হানিফ বিশ্বাস কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিলঘাতুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে।
ডিবি পুলিশ সূত্র জানায়, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার এসআই আনিচুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।