ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কটিয়াদীতে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

কটিয়াদীতে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শিমুল হাসান (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে কটিয়াদী ও মনোহরদী উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল কটিয়াদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।

স্থানীয় শিক্ষক ও নিহতের আত্মীয় মাজহারুল হক জাকির জানান, শিমুল বন্ধুসহ নদীর খেয়াঘাট এলাকায় সাঁতার কাটছিল। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। উপস্থিত লোকজন খোঁজাখুঁজি করে কিছুক্ষণ পর তার নিথর দেহ উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিয়ার নাদিম জানান, হাসপাতালে আনার আগেই শিমুলের মৃত্যু হয়।

কলেজছাত্রের মৃত্যু,নদীতে ডুবে,কটিয়াদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত