ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে: নাহিদ

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে: নাহিদ

‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জনতার দুয়ারে’—এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে শেরপুর শহরের থানার মোড়ে শনিবার (২৭ জুলাই) এক পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, জাতীয় যুব শক্তির আহ্বায়ক ডা. তারিকুল ইসলাম, শেরপুর জেলার এনসিপি প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, নেতা মনিবুল ইসলাম, এবং কেন্দ্রীয় নেতা সোহানুর রহমান সোহাগসহ দলটির জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশের আগে বিকেল ৪টা ২০ মিনিটে মাহবুব চত্বর থেকে একটি শোক র‍্যালি বের হয়ে থানার মোড় বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা বক্তব্য দেন।

এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, ‘শেরপুরের সীমান্ত এলাকায় বহু মানুষকে পুশ ইন করা হলেও শেখ হাসিনাকে কেন পুশ ইন করা হয় না? আমরা চাই শেখ হাসিনাকে দেশে এনে তার যথাযথ বিচার করা হোক।’

তিনি আরও বলেন, ‘আগামী ৫ আগস্টের মধ্যে সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে হবে।’

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের মনও আজ তেমনি দগ্ধ। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’

মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কিছু সুযোগসন্ধানী দালাল ও প্রতারক রয়েছে। এনসিপি সেই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে।’ অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।

নাহিদ,‘জুলাই সনদ’ ঘোষণা,৫ আগস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত