
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত মামলায় অনেক নির্দোষকেও আসামি করা হয়েছে। যেখানে একটি ঘটনায় বিশ জন আসামি হওয়ার কথা সেখানে আসামি করা হয়েছে দুশজনকে। এ কারণে তদন্তকাজে দেরি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার বিকালে মুন্সীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিকে অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, গণভবনে ফ্যাসিবাদের পতনের সাড়ে ১৫বছরের ঘটনাকে সামনে রেখে এগিয়ে চলছে কাজ। জুলাই শহীদরা যে কারণে সংগ্রাম করেছেন , বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সেই চেষ্টাই করা হচ্ছে ।
এদিকে বিতর্কের মুখে জুলাই শহীদ ও আহতদেন জন্য আবাসন প্রকল্পটি পাশ করা হয়নি বলে জানান আদিলুর রহমান খান। তিনি বলেন, যেহেতু বেশ কিছু অসংগতির বিষয়ে প্রশ্ন উঠেছে তাই এটি পুনঃবিবেচনা করা হবে । এবং এ বিষয়ে তদন্তের ও প্রয়োজন আছে ।
এদিকে এর আগে শহরের লিচু তলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্ধোধন করা হয়। এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার সহ জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক,এলজিআরডি নির্বাহী প্রকৌশলী ও গনপূত নির্বাহী প্রকৌশলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেয় এছাড়াও মুন্সীগঞ্জের জুলাই শহীদদের স্বজন সহ জুলাই আন্দোলনকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
এর আগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহিদ পরিবারের সদস্য ও উপদেষ্টাদ্বয়, ঢাকা রেঞ্জ ডি আইজি এবং স্থানীয় প্রশাসন।
পরে শহিদ পরিবারের সদস্যদের সাথে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন উপদেষ্টাদ্বয়।