ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গজারিয়ায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

গজারিয়ায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জের গজারিয়ায় এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের প্রথমবারের মতো সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম। উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, উপজেলা মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জসিম।

এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, প্রধান শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের সম্মাননা তাদের উৎসাহিত করেছে এবং ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

সংবর্ধনা,জিপিএ-৫ প্রাপ্ত,এসএসসি,গজারিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত