ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনা জেলা রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা জেলা রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা জেলা রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী দলিলদাতা ও দলিলগ্রহীতাগণ।

মঙ্গলবার দুপুর ১২টায় পাবনা কোর্ট চত্বরে জেলা রেজিস্ট্রার অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জেলা রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকার দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য, হয়রানি ও দুর্ব্যবহারের মাধ্যমে সাধারণ জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। প্রতি দলিল নিবন্ধনের ক্ষেত্রে গড়ে ৫ হাজার টাকা ঘুষ নেওয়া হয়, যা না দিলে দলিল বাতিলের হুমকি দেওয়া হয়। এছাড়া, জেলার প্রতিটি উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস থেকে প্রতি মাসে নিয়মিতভাবে ৩ লাখ টাকা করে ঘুষ আদায়ের অভিযোগও তোলা হয়।

ভুক্তভোগীদের দাবি, জেলা রেজিস্ট্রার মাসে মাত্র ২-৩ দিন অফিস করেন। এতে দলিল নিবন্ধন কার্যক্রম ব্যাহত হয় এবং জনসাধারণ মারাত্মক হয়রানির শিকার হন। মানববন্ধনে অংশ নেওয়া এক নারী বলেন, “রেজিস্ট্রার অফিসে আগে গোপনে টাকা দিতে হয়, না দিলে কাজ আটকে দেওয়া হয়।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম স্মারকলিপিটি গ্রহণ করে বলেন, “এটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।”

এ বিষয়ে জানতে চাইলে জেলা রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকার বলেন, “জেলা রেজিস্ট্রারের সঙ্গে সাধারণ জনগণের সরাসরি সম্পর্ক থাকে না। আমি প্রশাসনিক দায়িত্ব দেখি। বর্তমানে ছুটিতে আছি, রোববার অফিসে ফিরে বিস্তারিত জানাতে পারব।”

স্মারকলিপি প্রদান,অপসারণ দাবি,পাবনা জেলা রেজিস্ট্রার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত