ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কাপ্তাই লেকে নৌকা উদ্ধারে গিয়ে ডুবে গেল তরুণ, মরদেহ উদ্ধার

কাপ্তাই লেকে নৌকা উদ্ধারে গিয়ে ডুবে গেল তরুণ, মরদেহ উদ্ধার

রাঙামাটির বরকল উপ‌জেলার সুবলং ইউনিয়ন সংলগ্ন কাট্টলি বাজারের পাশের কাপ্তাই লেকে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. তারেক (২০)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকির চর ইউনিয়নের শীলকুপ গ্রামের মো. মনজুর আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ১৫-২০ জন জেলে একটি ডুবন্ত নৌকা উদ্ধারে কাজ করছিলেন। এ সময় তারেক হঠাৎ পানিতে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা রাতেই খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরদিন মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৭টার দিকে তার স্বজনেরা রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চান। খবর পেয়ে সাব-অফিসার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

প্রায় এক ঘণ্টা তল্লাশির পর সকাল ১০টা ১০ মিনিটে কাপ্তাই লেকের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার সিদ্দিকুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত অভিযান শুরু করি। ঘটনাস্থলে পানির গভীরতা, স্রোত ও কাদার কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা জটিল হলেও সফলভাবে মরদেহ উদ্ধার করতে পেরেছি।

পরে নিহতের মরদেহ সুবলং পুলিশ ফাঁড়ির মাধ্য‌মে আইনি প্রক্রিয়া সম্পন্ন ক‌রে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

কাপ্তাই লেক,ডুব,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত