
সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ভাঙচুর ও হামলার ঘটনায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না ও সাবেক এমপি জান্নাত আরা হেনরীসহ (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে গণঅধিকার পরিষদ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেছেন।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে মামলার আসামিরা সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লার ওই নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তাকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে একটি মিথ্যা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ঘটনার সময় ভয়ভীতি ও রাজনৈতিক চাপে মামলা করা সম্ভব হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ মামলার অন্যান্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ ৫১ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়।
এ মামলার তদন্তকারী অফিসার এসআই সোহাগ ইতোমধ্যেই এ মামলার তদন্ত শুরু করেছেন এবং আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।