ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিজ হাতে বিষমুক্ত সবজির চাষ

ঠাকুরগাঁও জেলা প্রশাসক যখন কৃষক

ঠাকুরগাঁও জেলা প্রশাসক যখন কৃষক

সরকারি বাংলোয় পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রেরণা জাগিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। শত ব্যস্ততার মাঝেও গড়ে তুলেছেন বিষমুক্ত সবজির বাগান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসকের বাসভবন চত্বরে পতিত জমিতে গড়ে তুলেছেন সবজির বাগান। সে জমিতে আবাদ করেছেন নানা জাতের মৌসুমি শাক সবজি। ঢেঁড়স, লাউ, কুমড়া, করলা, শসা, পুঁইশাক, লালশাকসহ নানা ধরনের সবজির সমাহার। আর এই সবজির পরিচর্যা করেন তিনি নিজেই।

এছাড়াও তিনি অল্প সময়ে বাংলো চত্বরে বাতাবি লেবু, আম, জাম, কাঁঠালসহ গড়ে তুলেছেন নানা ফলের গাছ। এরই মধ্যে এক ধরনের আত্মিক শান্তি খুঁজে পান বলে জানান তিনি।

এটা শুধু শখ নয়, নিজের পরিবারের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রত্যেকেরই নিজ বাড়ির পতিত জমিতে চাষাবাদ করা প্রয়োজন বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

তিনি বলেন, রাসায়নিক ভাবে নয়, জৈব পদ্ধতি ব্যবহার করে এসব করা সম্ভব।

তিনি আরও বলেন, রোগ বালাই দূর করার জন্য নিমপাতা, রসুন আর হলুদের মিশ্রণে তরল কীটনাশক তৈরি করে সবজি বাগানে প্রয়োগ করা হয়েছে।

ঠাকুরগাঁও পৌরশহরের হলপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‘জেলা প্রশাসকের বাংলোয় এমন দৃশ্য আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি শুধু একজন সরকারি কর্মকর্তাই নন, কৃষকও বটে। তার এই সবজির বাগান দেখে অনেকে অনুপ্রাণিত হবেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, জেলা প্রশাসক মহোদয় তার বাংলোয় পতিত জমিতে যে সবজির বাগান করেছেন তা নিঃসন্দেহ ওনার বাগান দেখে অনেককে অনুপ্রাণিত হবেন। আর সুস্থ থাকার জন্য জৈব পদ্ধতিতে সবজি চাষ করে সে সবজি খেয়ে নিজে সুস্থ থাকা যায় এবং পরিবারের সকলেই সুস্থ থাকা সম্ভব।

সবজির চাষ,জেলা প্রশাসক,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত