ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানবতার ফেরিওয়ালা: দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম

মানবতার ফেরিওয়ালা: দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম মানবতার ফেরিওয়ালা হিসেবেই পরিচিত হয়ে উঠেছেন জেলার সাধারণ মানুষের কাছে। ২০২৪ সালের ৩ নভেম্বর দিনাজপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিজ হাতে শহরের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। গভীর রাত পর্যন্ত জেলার ১৩টি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকায় ঘুরে দেখেন কোথাও কোনো সমস্যা কিংবা পরিবেশ দূষণের উৎস রয়েছে কিনা। যেখানে ময়লার স্তূপ দেখতে পান, সেখানে নিজের হাতে তা পরিষ্কার করে উদাহরণ স্থাপন করেন।

দিনাজপুর জেলা শহরকে একটি *মডেল শহর* হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জেলার পরিবেশের ভারসাম্য রক্ষায়ও তিনি অসামান্য ভূমিকা রাখছেন। ২০২৫ সালের ১৯ জুলাই, একযোগে জেলার ১৩টি উপজেলায় ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় মাঠে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন এবং মেলার সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

জেলা শিশুপার্ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সামাজিক উন্নয়ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়। সম্প্রতি শুক্রবার সকালে জেলা প্রশাসক সেন্ট যোসেফস স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শিশুপার্কের একাংশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্য, শিক্ষা, নৈতিকতা ও খেলাধুলার গুরুত্ব সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী এই প্রশাসক দিনাজপুরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

রফিকুল ইসলাম,জেলা প্রশাসক,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত