ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হবিগঞ্জে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ

হবিগঞ্জে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ

হবিগঞ্জে বিজিবির চারটি পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, মদ, শাড়ি ও বাংলাদেশি রাবারসহ প্রায় ৭ লাখ ৮৫ হাজার টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও দুধপাতিল বিওপির টহল দল ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা।

অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কাকমারাছড়া বিওপির টহল দল ৭৭ পিস ভারতীয় শাড়ি, ৩৫ কেজি বাংলাদেশি রাবার এবং একটি বাইসাইকেল জব্দ করেছে। এসবের বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের জওয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সফল অভিযান আমাদের অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও আমরা সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রাখব।’

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসেই ৫৫ বিজিবির বিভিন্ন অভিযানে প্রায় ৪ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্য, মাদক ও যানবাহন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য জব্দ,ভারতীয় পণ্য,হবিগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত