ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকা-সিলেট রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া বেগমের একটি হাত ছিল না এবং তিনি ট্রেনে ভিক্ষা করতেন। ঘটনার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গেলে ট্রেনের চাকায় তার দুই পা কাটা পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, নিহত হাওয়া বেগমের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নারীর মৃত্যু,চলন্ত ট্রেন,লাউয়াছড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত