
উজানের ঢল ও টানা বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে বন্যা আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। ইতিমধ্যে অনেক নিচু এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, সকাল ৬টায় তিস্তার পানি ছিল ৫২.১৭ মিটার, বিপৎসীমার চেয়ে ২ সেন্টিমিটার কম। তবে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে, সকাল ৯টার দিকে পানি বিপৎসীমায় পৌঁছে যায়। দুপুর নাগাদ তা আরও বাড়িয়ে ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়।
উল্লেখ্য, চলতি বর্ষায় এ নিয়ে দুই দফায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে। এর আগে গত ২৯ জুলাই রাতে তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। যা টানা ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যমান ছিল।