
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মির্জাপুর (ভবানীপুর) গ্রামের প্রবাসীর স্ত্রী আসমা বেগম (৪২) হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই গ্রামের সৈয়দ আলীর ছেলে শাহিনুর ইসলাম (৪০) ও তার পুত্র বেলাল হোসেন (২২)।
উল্লেখ্য, গত ৩১ জুলাই দিবাগত রাতে নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন প্রবাসী সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম। এ ব্যাপারে নিহতের মেয়ে স্বপ্না আক্তার সোনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ মামলার তদন্ত শুরু করে এবং এসআই ওয়াদুদ মামলাটির তদন্ত করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে ।