ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর মুনতাহা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।

নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে লাশটি পাওয়া যায়। মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধোয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় মুনতাহা। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস টানা দুদিন উদ্ধার অভিযান চালিয়েও তার খোঁজ পায়নি।

বৃহস্পতিবার বদরগাজী এলাকায় নদীতে একটি শিশুর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করেন এবং উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পাইকপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক মিয়া জানান, ‘মুনতাহা নদীতে পড়ে গেলে আরেকটি শিশু এসে বাড়িতে খবর দেয়। তবে পরিবারের সদস্যরা পৌঁছানোর আগেই সে স্রোতে ভেসে যায়।’

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।’

মরদেহ উদ্ধার,শিশু,নিখোঁজের ৩ দিন পর,নদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত