
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ১৭ জন শিক্ষক ও কর্মচারীর বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে চিলমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. নুর আলম মুকুল, জেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. নুর-ই ইসলাম বাদশা প্রমুখ।
সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. তৈয়ব আলী স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর অবসরপ্রাপ্ত ১৭ জন শিক্ষক ও কর্মচারীকে বিদায় সংবর্ধণা দেওয়া হয়।