
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি"—এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবু শংকর কর্মকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রাণী ভট্টাচার্য, স্থানীয় এনজিও হোপ-এর নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান, জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, মো. মুখলেছুর রহমান, ইসলামী আন্দোলন সভাপতি মৌলানা জসিম উদ্দিন, উপজেলা এনসিপি নেতা আলমগীর হোসেন, যুব প্রতিনিধি বিউটি আক্তার ও জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে যুবকদের সম্পৃক্ততা বাড়াতে হবে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।