ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে মায়া নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের এজাবুলের মেয়ে মায়া খেলার ছলে বাড়ির পাশের বিলের পানিতে পড়ে যায়। পরে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শিশুর মৃত্যু,বিলের পানিতে ডুবে,গোমস্তাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত