ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শার্শায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টাকালে পুরুষাঙ্গ কর্তন, আসামি আটক

শার্শায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টাকালে পুরুষাঙ্গ কর্তন, আসামি আটক

যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় তার প্রতিবেশী। এ সময় ওই গৃহবধূ আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) রাত ৩টার দিকে পুলিশ তাকে আটক করেছে।

ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, আসামি মুবায়দুল রহমান (৩৫), পিতা আতিয়ার রহমান ও মাতা জবেদা খাতুন, গ্রাম পাড়ের কায়বা, থানা-শার্শা, জেলা-যশোর দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি রাজি না হওয়ায় গত ৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে আসামি বাড়ির উঠানে গিয়ে ঘরের চালায় ঢিল ছোড়ে। শব্দে ঘুম ভেঙে বাইরে বের হলে মুবায়দুল ওঁত পেতে থেকে তাকে জাপটে ধরে, শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

জীবন বাঁচাতে গৃহবধূ প্রতিরোধ গড়ে তোলেন এবং ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। তার চিৎকারে স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় এজাহার দায়েরের পর থেকেই পুলিশ আসামি গ্রেপ্তারে তৎপর ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।

আসামি আটক,পুরুষাঙ্গ কর্তন,গৃহবধূকে ধর্ষণ চেষ্টা,শার্শা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত