ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মেঘালয় থেকে শেরপুরে ফিরে আসলো আকরামের মরদেহ

মেঘালয় থেকে শেরপুরে ফিরে আসলো আকরামের মরদেহ

ভারতের মেঘালয়ের খাসী হিলসে গণপিটুনীতে নিহত শেরপুরের আকরাম হোসেনের (৩০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। রবিবার দুপুরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

এসময় ভারতীয় স্থানীয় পুলিশ, কলমাকান্দা থানার পুলিশ এবং নিহত আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত আকরাম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিন পাগলার ছেলে।

উল্লেখ্য, আকরাম অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। গত ১০ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে স্থানীয়রা আকরামকে ধরে নির্মমভাবে মারধোর করলে তার মৃত্যু ঘটে।

বড় ভাই শেখ ফরিদ নিহত আকরামের লাশ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ নেত্রকোনা জেলা হাসপাতালে রয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর থানার ছাড়পত্র নিয়ে বাড়ীতে নিয়ে যাওয়া হবে। আকরামের লাশ ঝিনাইগাতীর বাঁকাকুড়া গ্রামের বাড়িতে দাফন করা হবে।

আকরামের মরদেহ,শেরপুরে ফিরলো,মেঘালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত