ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকির অন্তর্ভুক্ত কিশোরীর অভিভাবকদের প্রশিক্ষণ

কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকির অন্তর্ভুক্ত কিশোরীর অভিভাবকদের প্রশিক্ষণ

কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ‘দ্রুত আয় বৃদ্ধিমূলক’ এবং ‘ব্যবসা শুরু ও উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মরাটারি ফেডারেশন হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে। আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রশিক্ষণটি শেষ হওয়ার কথা রয়েছে। এতে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা ৪টি ইউনিয়নের মোট ২২ জন কিশোরীর অভিভাবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা এতে কৃষি, মৎস্য ও ব্যবসার ওপর বাস্তবিক জ্ঞান অর্জন করেন।

কর্মশালায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোকলেছুর রহমান ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা খান প্রমুখ।

অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. শফিয়ার রহমান ও অনাথ বন্ধু।

বাল্য বিয়ে,কিশোরী,প্রশিক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত