
মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি বের হয়ে সাটুরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালের সামনে এসে শেষ হয় এবং সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহাসিনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ যেন অপরাধের সাথে জড়িত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরিফ হোসেন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাসার সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আমির হামজা সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।