
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। নইলে তাকে রান্না ঘরে বসে পেঁয়াজ রসুন কাটতে হতো। দেশের প্রধানমন্ত্রী কিংবা অবৈধ প্রধানমন্ত্রী হতে পারতেন না। জিয়াউর রহমান সবাইকে নিয়ে রাজনীতি করতেন। তাই শেখ হাসিনার মতো নয়, রাজনীতি করতে হবে জিয়ার মতো।
বুধবার (২০ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হাবিব উন নবী খান সোহেল জামায়াতের সমালোচনা করে বলেন, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করেন। ধর্ম ব্যবসা বাদ দেন। এগুলো এখন আর মানুষ খায় না। ধর্ম ব্যবসার বিলে এখন অনেক বক রয়েছে। কিন্তু মাছ অল্প।
এসময় তিনি এনসিপিসহ আরো কিছু দলের সমালোচনা করে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন না, পিআর, সংস্কার ও বিচার বিষয়ে বিভ্রান্তি ছড়াবেন না। নির্বাচন হলে বিএনপি জিতবে, এটা প্রায় নিশ্চিত। কিন্তু বিএনপি ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণকে নিয়ে তা প্রতিহত করবে বিএনপি।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ মাঠে। সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল সস্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে আরো বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও সম্মেলনে বক্তব্য দেন।
বেলা সাড়ে ১২টায় সম্মেলন শুরু হলেও সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল অনুষ্ঠানে যোগ দেয়। ব্যানার, ফেস্টুন বহন করে সম্মেলনে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে বাজিতপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে শেখ মজিবুর রহমান ইকবালকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মামুন ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।