ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নৌকা থে‌কে নদে প‌ড়ে নি‌খোঁজ গরু ব্যবসায়ী

নৌকা থে‌কে নদে প‌ড়ে নি‌খোঁজ গরু ব্যবসায়ী

কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের নৌ পথে নৌকা থে‌কে প‌ড়ে গি‌য়ে নুর মোহাম্মদ (৪০) না‌মের এক গরু ব্যবসায়ী নি‌খোঁজ হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার দুপুর আড়াইটার দি‌কে উপ‌জেলার সা‌হে‌বের আলগা ইউনিয়নের কা‌জিয়ার চ‌র এলাকায় এ ঘটনা ঘ‌টে। ঘটনার ২৪ ঘণ্টা পে‌রি‌য়ে গে‌লেও নি‌খোঁজ গরু ব্যবসায়ীর এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়‌নি।

জানা গেছে, গরু ব‌্যবসায়ী নুর মোহাম্মদ উলিপুর উপজেলা কামালখামার এলাকার জহুরুল হ‌কের পুত্র। তিনি পৈ‌ত্রিক সূ‌ত্রে দীর্ঘ‌দিন ধ‌রে গরু ব‌্যবসা ক‌রে আস‌ছেন।

প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের কা‌শেমবাজার ঘাট থে‌কে ২০-২৫ জন গরু ব্যবসায়ীকে নি‌য়ে এক‌টি নৌকা সীমান্তবর্তী সা‌হে‌বের আলগা ইউনিয়নের খেওয়ারচর বাজারের উদ্দে‌শে রওনা হয়। নৌকাটি নৌ প‌থের কা‌জিয়ার চর এলাকায় পৌঁছ‌লে নুর মোহাম্মদ চলন্ত নৌকার কিনারায় প্রস্রাব কর‌তে ব‌সেন। এ সময় আকস্মিক নৌকা থে‌কে প‌ড়ে গি‌য়ে নি‌খোঁজ হন তি‌নি।

নিখোঁজ নুর মোহাম্মদের চাচা গরু ব্যবসায়ী ম‌শিউর রহমান ব‌লেন, তারা কয়েকজন ব্যবসায়ী মি‌লে গরু কেনার জন্য খেওয়ার চর হা‌টে যান। তার ব্যবসায়ী অং‌শিদাররা তার কা‌ছে গরু কেনার দুই লাখ ৭০ হাজার টাকা রা‌খেন। এ ছাড়াও তার স‌ঙ্গে নিজস্ব কিছু টাকা ছিল। কিন্তু প্রস্রাব কর‌তে ব‌সে নৌকা থে‌কে প‌ড়ে সে নি‌খোঁজ হ‌য়। ফায়ার সা‌র্ভিসসহ আমরা অ‌নেক খোঁজাখুঁ‌জি ক‌রছি। কিন্তু তার কো‌নো সন্ধান পাওয়া যায়‌নি।

নামা‌জের চর তদন্ত কেন্দ্র পু‌লিশ ফাঁ‌ড়ির স্টেশন ইনচার্জ (উপ-প‌রিদর্শক) জাহাঙ্গীর ক‌বির ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ময়মন‌সিং‌হ ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ডুবু‌রি দল ক‌য়েক ঘণ্টা চেষ্টা ক‌রেও ব্যর্থ হয়েছে। বর্তমানে ব্রহ্মপুত্র নদ খর‌স্রোতা। আর যেখা‌নে ঘটনা ঘটেছে এর গভীরতা অন্তত ২০ ফুট। ফ‌লে তা‌র কো‌নো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নৌকা,নদ,নি‌খোঁজ,গরু ব্যবসায়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত