
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে একটি ট্রাক ও ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বিরল উপজেলার এম এম ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ঘটনাসূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের মো. কাজী ছোরহাবের ছেলে কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মো. শাহিনের ছেলে মো. সুমন (২২) একটি ট্রাকে মাদকদ্রব্য বহন করছিলেন। যার মধ্যে ২ টি বস্তায় মোট ২৬ কেজি গাঁজা ছিল। তারা কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরল উপজেলায় প্রবেশকালে এম এম ফিলিং স্টেশন এর সামনে তাদের আটক করা হয়েছে।
আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা। পরবর্তীতে দিনাজপুরের বিরল থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (গ) ৪১/২৬ (১) ধারায় মো. কাজী সোহেল এবং মো. সুমনকে গ্রেপ্তার দেখিয়ে ১টি নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয়ে নিশ্চিত করে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাকিবুজ্জামান জানান, মাদকের সঙ্গে কোন আপস নেই। অভিযান অব্যাহত থাকবে।