
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি সীমান্তের কাছে ও গোমস্তাপুর উপজেলায় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি এলাকা থেকে রেদওয়ান রিহান নামে এক শিশু এবং বিকেলে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কদমতলা-সেঁতারা পাড়া পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে আরেক জনের মরদেহ উদ্ধার করা হয়।
২ বছর বয়সী মো. রেদওয়ান ওরফে রিহান গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী এলাকার রশিদুল ইসলামের ছেলে। অন্যজনের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি গ্রামে কাজল দিঘির পাড়ে খেলাধুলা করছিল রিহান। সবার অগোচরে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় ওই শিশু। স্থানীয়দের সহযোগিতায় তার পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।
অন্যদিকে, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ওয়াহেদপুর সীমান্তবর্তী কদমতলা-সেতাঁরাপাড়া থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি এই ব্যক্তির মৃত্যু ২-৩দিন আগে হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে সীমান্তের কাছে মরদেহ উদ্ধার হওয়া এই ব্যক্তির মৃত্যুর কারণও নিশ্চিত নয় বলে জানিয়েছেন
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক। তিনি বলেন, একটি মরদেহ দেখতে পেয়ে আমরা পুলিশকে অবগত করেছি। তবে এই ব্যক্তির মৃত্যুর কারণ আমার জানি না।