ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কমলগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য ও বিএনপি নেতাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় শমশেরনগর চৌমুহনা চত্বর থেকে পতনউষার ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ভুক্তভোগী (২০) এর সাথে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে মেয়েটি দেশে চলে আসে। এই সময়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রেমিক সাইফুল ইসলাম বিবাহিত ও তার সন্তান রয়েছে জানতে পেরে ভুক্তভোগীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। এরপর ভুক্তভোগী গত ২০ ফেব্রুয়ারি সাইফুল ইসলামকে আসামি করে মৌলভীবাজার আদালতে ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় সাইফুল জেলহাজতে রয়েছে। তবে আদালতে ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা সদস্য সিরাজ খানকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ জানান, বিজ্ঞ আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য সিরাজ খানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।

ধর্ষণ মামলা,ইউপি সদস্য,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত