
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৫৪ কেজি গাঁজাসহ মকবুল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে।
বুধবার বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১০টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে মকবুল হোসেন ৫৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।