ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মধুখালীতে ৩৩৫ কেজি রুই জাতের পোনা মাছ অবমুক্ত

মধুখালীতে ৩৩৫ কেজি রুই জাতের পোনা মাছ অবমুক্ত

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বিভিন্ন জলাশয়ে ২০২৫-২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির ৩৩৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, প্রকল্পের উপ-পরিচালক (ফরিদপুর) মো. খায়রুল ইসলাম এবং মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ আরও অনেকে।

কর্মসূচির অংশ হিসেবে মধুখালী উপজেলার পরিষদ পুকুর, হাটঘাটা মাদ্রাসা পুকুর, গোন্দারদিয়া খাল, মধুখালী আশ্রয়ণ প্রকল্প পুকুর ও বৈকুণ্ঠপুর বাওরে প্রায় ৩৩৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

অবমুক্ত,রুই জাতের পোনা মাছ,মধুখালীতে ৩৩৫ কেজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত