ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজার সরকারি কলেজে ৬ দফা দাবিতে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি

মৌলভীবাজার সরকারি কলেজে ৬ দফা দাবিতে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি

মৌলভীবাজার সরকারি কলেজের বিদ্যমান বিভিন্ন সংকট সমাধানের দাবিতে ৬ দফা দাবি উত্থাপন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।

বুধবার (২৭ আগস্ট) সকালে সংগঠনের প্রধান সংগঠক রাজিব সূত্রধরের নেতৃত্বে কলেজ অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

রাজিব সূত্রধর বলেন, মৌলভীবাজার সরকারি কলেজ সিলেট বিভাগের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে নানামুখী সংকটে জর্জরিত এই প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সংকট নিরসন ও শিক্ষার্থীবান্ধব গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছে।

তিনি আরও জানান, পরিবহন-আবাসন সংকট নিরসন, মেডিকেল সেন্টার স্থাপন, লাইব্রেরি ও সেমিনারের আধুনিকায়ন, পর্যাপ্ত বই সংযোজনসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। একইসাথে কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদ (সিএসসি) নির্বাচনের দাবিও গুরুত্ব সহকারে স্মারকলিপিতে উত্থাপন করা হয়।

অধ্যক্ষ দ্রুততম সময়ে পরিবহন সংকট নিরসনে নতুন বাস ক্রয়ের আশ্বাস দেন। এছাড়া ধাপে ধাপে এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপনসহ অন্যান্য দাবিও বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

দাবি সমূহ:

১। অতিদ্রুত পর্যাপ্ত সংখ্যক কলেজ বাস চালু করে পরিবহন সংকট নিরসন করতে হবে।

২। কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সকল বিভাগের সেমিনার আধুনিকায়ন করে পর্যাপ্ত বই বরাদ্দ দিতে হবে।

৩। কলেজের হলসমূহ সংস্কার, রিডিং রুম স্থাপন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে; একইসাথে হলের ভাড়া বৃদ্ধি করা যাবে না।

৪। কলেজের স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা ও পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে হবে।

৫। এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে কলেজে মেডিকেল সেন্টার চালু করতে হবে।

৬। মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

স্মারকলিপি,ছাত্র ফ্রন্ট,মৌলভীবাজার সরকারি কলেজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত