ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের টাইগার মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪৭) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। নিয়ত আব্দুর রাজ্জাক উপজেলার হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর দুইটার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা গামী একটি ট্রাক আলমডাঙ্গা উপজেলা শহরের টাইগার মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে চালক আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে হার্দি হাসপাতালে ভর্তি করার পর তিনি মৃত্যুবরণ করেন।

আলমোড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। আব্দুর রাজ্জাকের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

বাইসাইকেল চালক নিহত,ট্রাকের ধাক্কা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত