ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালমারীতে ৩০৫ কেজি রুই পোনা অবমুক্ত

বোয়ালমারীতে ৩০৫ কেজি রুই পোনা অবমুক্ত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন জলাশয়ে ২০২৫-২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির ৩০৫ কেজি রুই পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের পুকুরে ১ মন রুই পোনা অবমুক্ত করে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লিয়াকত আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, ময়না ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হকসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা।

উক্ত কার্যক্রমের আওতায় উপজেলার পরিষদ পুকুরসহ মোট ৬টি পুকুরে রুই পোনা অবমুক্ত করা হয়। এই উদ্যোগে স্থানীয় জলাশয়ে মাছের সংখ্যা বৃদ্ধি ও স্থানীয় মৎস্য সম্পদ সংরক্ষণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

রুই পোনা অবমুক্ত,৩০৫ কেজি,বোয়ালমারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত