ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে এই বৃক্ষরোপণ করা হয়।

সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৮ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ যে অপরিহার্য ভূমিকা পালন করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা যুবদল সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা যুবদল নেতা সাইফুল সরকার, দুলাল, সোহেল ফকির, শফিক, শান্ত, শাহিন, আশিক, জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সুজন, জেলা মৎস্যজীবীদল-সহ সভাপতি সিরাজ উদ দৌলা হীরা, উপজেলা মৎস্যজীবীদল সাবেক সাধারণ সম্পাদক লুতফুল কবির লিন্টু , পৌর তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী উপজেলা ছাত্রদলের সিনি:যুগ্মআহবায়ক মোবারক হোসেন, যুগ্মআহবায়ক ইঞ্জিনিয়ার জিকরুল হাসান জিকু, পৌর ছাত্রদলের সিনি. যুগ্মআহবায়ক নাজমুল আলম সোহাগ, শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

বৃক্ষরোপণ,চারা বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত