ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মতলব উত্তরে সৌদী প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মতলব উত্তরে সৌদী প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ২টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মিয়াজি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

রাতে ডাকাতি হওয়া সেই বাড়িতে প্রবাসীর নিজাম উদ্দিনের স্ত্রী নার্গিস আক্তার, স্কুল পড়ুয়া তার ২ ছেলে ও ১ মেয়ে ছিলেন। বাড়ির মালিক নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন।

প্রবাসীর স্ত্রী নার্গিস আক্তার জানান, রাত আনুমানিক সোয়া ২টার দিকে ১০/১২ জন লোক দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদেরকে মারধর করে। আমাদের সামনে রামদা ধরে রাখে যাতে আমরা চিৎকার না করি। মুহূর্তের মধ্যেই তারা আলমারি-বাক্স ভেঙ্গে সব নিয়ে যায়।

এর মধ্যে ১১ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ২টা দামি ঘড়ি ও ১টা মোবাইল, রূপার অনেকগুলো গহনা, বিদেশি কাপড়-চোপড়সহ মূল্যবান অনেক কিছুই তারা লুটে নেয়।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ অবস্থান করে খোঁজখবর নেয় এবং আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।

দুর্ধর্ষ ডাকাতি,সৌদী প্রবাসীর বাড়ি,মতলব উত্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত