
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ বাড়ির পাশে একটি পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত বৃদ্ধের নাম বছির উদ্দিন।
শনিবার সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারিকভাবে প্রথম পক্ষের সন্তানরা দাবি করেছেন, দ্বিতীয় পক্ষের সন্তানরা তাদের বৃদ্ধ পিতাকে পানিতে ফেলে হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের সন্তানদের দাবি, পুকুরে গরুকে গোসল করানোর সময় তিনি পানিতে পড়ে মারা গেছেন।
পরিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই বৃদ্ধের ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানেরা লিখে নিয়েছিল। এ নিয়ে দুই পক্ষের সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ওই বৃদ্ধ দ্বিতীয় পক্ষের বাড়িতেই থাকতেন।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।