ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপূজাকে সামনে রেখে ফরিদপুরে বেড়েছে ঝুনা নারকেলের দাম

দুর্গাপূজাকে সামনে রেখে ফরিদপুরে বেড়েছে ঝুনা নারকেলের দাম

দুর্গাপূজার সময় প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে তৈরি হয় নাড়ু এবং নারকেলের তৈরি পিঠা। শুধু দুর্গাপূজার জন্যই নয়, এ সময় বাড়িতে আগত অতিথিদের আপ্যায়নেও নারিকেলের নাড়ু রাখতে হয়। দুর্গোৎসবে প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই তৈরি হয় নাড়ু। এরই ধারাবাহিকতায় ফরিদপুরে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বেড়েছে নারকেল ও গুড়ের কদর। সেই সঙ্গে বেড়েছে নারকেল ও গুড়ের দাম।

জানা যায়, দুর্গা পূজা আসলেই ঝুনা নারকেলের দাম বেড়ে যায়, কারণ প্রতিটি দুর্গাপূজাতে প্রায় ১০০ থেকে ২০০ ঝুনা নারকেল প্রয়োজন হয়। এছাড়া পূজাতে নাড়ুর ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে। সারা বছর কম বেশি নাড়ু হিন্দু বাড়িতে তৈরি হয়। তবে এসব কারণে পূজার সময় নারকেলের চাহিদা বেড়ে যায়।

জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এক জোড়া ঝুনা নারকেল আগে ১০০ টাকা বিক্রি হলেও এখন তা বেড়ে হয়েছে ২০০-২৫০ টাকা। সামনে হিন্দুদের দুর্গা পূজার সময় এক জোড়া নারকেলের দাম ৩০০ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন নারকেল ব্যবসায়ীরা।

বিক্রেতাদের দাবি, ডেঙ্গু জ্বরেরর কারণে ডাবের চাহিদা বেড়ে যাওয়ার দাম বেড়েছে ঝুনা নারকেলের। অন্যদিকে ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা ইচ্ছে করেই দাম বাড়ায়, দাম বাড়ানোর জন্য একটা অজুহাত দেখান তারা।

নারিকেল ব্যবসায়ী মনিরুল বলেন, সারাবছর কম-বেশি বেচাকেনা হলেও পূজা উপলক্ষ্যে বিক্রি হয় সবচেয়ে বেশি। এ বছর সবেমাত্র কেনাবেচা শুরু হয়েছে। আশা করছি আশানুরূপ বিক্রি করতে পারব।

তিনি আরও বলেন, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি দামে নারিকেল কিনতে হয়েছে আমাদের। দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে যারা ১০ জোড়া নারিকেল কিনতেন, এখন তারা কিনছেন ৫ জোড়া।

মধুখালি উপজেলার সামনে থেকে কথা হয় নারকেল বিক্রেতা সবুজ ইসলাম সাথে। তিনি বলেন, গ্রাম ঘুরে বিভিন্ন গাছ থেকে কিছু নারকেল পেড়ে এনে বিক্রি করি, প্রতিটি নারকেলের জোড়া ১৫০ টাকা দরে বিক্রি করি। কিন্তু পূজার মৌসুমে নারিকেলের চাহিদা বেড়ে যাওয়ায় ঝুনা নারকেলের জোড়া বিক্রি হয় ২০০-২৫০ টাকায়।

বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্র বর্ত্তী বলেন,গাছ মালিকরা ডাব থাকতেই বিক্রি করে দেয়। এতে ঝুনা কিংবা শুকনো নারকেলের জোগান কমে যাচ্ছে। এজন্যই পূজার মৌসুমে নারিকেলের চাহিদা বেড়ে যাওয়া দাম বেড়েছে।

দুর্গাপূজা,ঝুনা নারকেল,দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত