ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজদিখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির র‍্যালি

সিরাজদিখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি নেতা শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে এ বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি উপজেলা মোড় বিএনপির প্রধান কার্যালয় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপির অসংখ্য নেতাকর্মী নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং বিভিন্ন রোগ ও সংক্রমণ রোধে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ মো. আব্দুল্লাহ্' ময়লা, আবর্জনা ও জীবাণু মুক্ত করার কাজে অংশ গ্রহণ করেন।

এর আগে, দলীয় ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এসে যোগ দেয় বিএনপির, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য দুলাল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, আমিন উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা সহ সিরাজদিখান উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ-কর্মী ও সমর্থকরা।

প্রতিষ্ঠাবার্ষিকী,বিএনপি,র‍্যালি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত