ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত চিকিৎসক, হাজিরা স্বাক্ষর ‘ভূতের’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত চিকিৎসক, হাজিরা স্বাক্ষর ‘ভূতের’

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে এক ‘ভৌতিক’ কাণ্ড। একজন চিকিৎসক হাসপাতালে নেই, অথচ হাজিরা খাতায় তার স্বাক্ষর রয়েছে!

এ ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিলেও এর সদুত্তর মেলেনি। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন, এর আগেও ওই চিকিৎসককে হাসপাতালে না পেয়ে শোকজ করা হয়েছিল।

অভিযুক্ত চিকিৎসক সহকারী ডেন্টাল সার্জন ডা. সুমনা আফরিন। তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সেবাপ্রত্যাশী ও এলাকাবাসী।

তাদের অভিযোগ, প্রায়ই হাসপাতালে তাকে পাওয়া যায় না, বিশেষ করে বৃহস্পতি ও শনিবার। এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের সত্যতা মেলে গত এক মাসের অনুসন্ধানে। দেখা যায়, তিনি উপস্থিত না থাকলেও নিয়ম বহির্ভূতভাবে হাজিরা খাতায় তার স্বাক্ষর রয়েছে। ফলে দাঁতের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসা বহু রোগী হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। বাধ্য হয়ে কেউ কেউ বেসরকারি ক্লিনিক বা শহরের চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন।

ভুক্তভোগীরা বলেন, ‘গত বৃহস্পতিবার হাসপাতালে গিয়েছিলাম, ডাক্তার পাইনি। শনিবারও গিয়েও ডাক্তার ছিল না। অথচ হাজিরা খাতায় তার স্বাক্ষর রয়েছে। এটা অন্যায়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. সুমনা আফরিন বলেন, ‘আমার অফিসিয়াল ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। কর্তৃপক্ষ যদি আমাকে ডেকে বলে, তখন আমি কথা বলব। বর্তমানে আমার কোনো সহকারী নেই, এতে আমি সমস্যায় পড়ি। নিয়মিত চিকিৎসা দেওয়ার জন্য যদি সিস্টেম চালু করা হয়, আমি করব।’ তবে হাজিরা খাতায় স্বাক্ষর বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ‘ডা. সুমনা আফরিন ময়মনসিংহ থেকে এসে এখানে ডিউটি করেন। তার দুটি সন্তান আছে। মাঝে মাঝে তাকে ক্যাজুয়াল লিভ দেওয়া হয়।’

হাজিরা খাতার বিষয়ে জানতে চাইলে তিনি খাতা দেখাতে গড়িমসি করেন এবং মন্তব্য করতে অসম্মতি জানান।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস বলেন, ‘কর্তৃপক্ষকে অবগত না করে অনুপস্থিত থাকার সুযোগ নেই। এর আগেও আমি তাকে না পেয়ে শোকজ করেছি। প্রমাণ পাওয়া গেলে আবারও ব্যবস্থা নেওয়া হবে। কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু করা হবে।’

হাজিরা স্বাক্ষর ‘ভূতের’,অনুপস্থিত চিকিৎসক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত