ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাটে রোপা-আমন ধানের খেতে পোকা আক্রমণ রোধে কীটনাশক

লালমনিরহাটে রোপা-আমন ধানের খেতে পোকা আক্রমণ রোধে কীটনাশক

লালমনিরহাটে রোপা-আমন ধানের খেতে মাজরা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে করে কৃষকেরা ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

কৃষকেরা জানান, কিছুদিন পর গাছে ধান আসবে। অথচ পোকা দমনে কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এক বিঘা জমিতে এক দফা কীটনাশক প্রয়োগে ব্যয় হচ্ছে প্রায় ৫০০ টাকা। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। ফলন ভালো না হলে ক্ষতির আশঙ্কা করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় ৮৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে রোপা-আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে ইতিমধ্যে ৮৫ হাজার ৩৫০ হেক্টরে রোপা-আমন চাষ হয়েছে। শ্রাবণ-ভাদ্র মাসে এ ধানের চারা রোপণ করা হয় এবং অগ্রহায়ণ-পৌষ মাসে ধান কাটা হবে।

সরেজমিনে দেখা গেছে, মাজরা পোকা কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে। এতে ধানের চারার পাতা ছিদ্র হয়ে বাদামি রং ধারণ করছে। পাশাপাশি মোগলহাট ইউনিয়নে পাতা মোড়ানো পোকার আক্রমণও দেখা গেছে। এই পোকারা পাতাকে লম্বালম্বিভাবে মুড়িয়ে সবুজ অংশ খেয়ে ফেলে। ক্ষতিগ্রস্ত পাতায় সাদা দাগ তৈরি হয় এবং বেশি ক্ষতি হলে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায়।

মোগলহাট ইউনিয়নের কৃষক কমল কান্তি বর্মন, রবিউল ইসলাম ও হরিপদ রায় জানান, তারা রোপা-আমন আবাদ করেছেন কিন্তু পোকামাকড়ের আক্রমণে বিপাকে পড়েছেন। কীটনাশক ছিটিয়েও সমাধান মিলছে না।

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, এ সময়ে মাজরা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরিফিন বলেন, পোকা আক্রমণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোপা-আমন ধানের খেত,পোকা আক্রমণ রোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত