ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ও ইসলামী ঐক্য আন্দোলন ভোলার সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম নোমানী (৪৫) কে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নোমানী ওই এলাকার মৃত এনামুল হকের ছেলে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর-পশ্চিম চরনোয়াবাদ এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে এশা’র নামাজ শেষে নিজ বাসায় অবস্থানকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। এসময় তিনি একা ছিলেন। তার স্ত্রী ও সন্তান বেড়ানোর জন্য শশুর বাড়িতে অবস্থান করছিলেন।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থেকে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোমানীর মৃত্যুর খবরে ইসলামী দলগুলো রাতেই হাসপাতালের সামনে জড়ো হয়ে খুনিদের বিচার দাবি করে জটিকা মিছিল করেন। তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে খুনিদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

ভোলা জেলা বিএনপি, জেলা হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামায়াতে ইসলামসহ বিভিন্ন ইসলামিক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

রবিবার দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার পূর্বে ভোলা জেলার সর্বস্তরের তৌহিদি জনতার সংগঠনের আহ্বায়ক ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. মোবাশ্বিরুল হক নাঈম এক কর্মসূচি ঘোষণা করেন। এতে বলা হয়, আগামী ৮ই সেপ্টেম্বর সোমবার ভোলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকবে।

সকাল ১১টায় ভোলা হাটখোলা মসজিদ চত্ত্বরে বিক্ষোভ-সমাবেশ ও শোক র‍্যালী অনুষ্ঠিত হবে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান না হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

৪৮ ঘণ্টার আল্টিমেটাম,খতিবকে কুপিয়ে হত্যা,ভোলা মসজিদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত