ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মহেশখালীতে জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

মহেশখালীতে জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে শামসুল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় তিনি হন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম ওই এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারিরা নিহতের আপন চাচাতো ভাই। জমির মালিকানা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।

নিহতের স্বজনদের বরাতে ওসি জানান, শামসুল আলমের পরিবারের সঙ্গে আপন এক চাচার সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ হয়।

নিহতের স্বজনরা জানিয়েছেন, চাচাতো ভাই ইয়াকুব নবী, আব্দুন্নবী ও টিটুসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে শামসুল আলমের ওপর হামলা করে। এ সময় তারা কুপিয়ে শামসুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে এবং বাম পায়ের গোড়ালির রগ কেটে দেয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত শামসুল আলমকে উদ্ধার করে মাতারবাড়ী ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে ওসি মঞ্জুরুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুপিয়ে হত্যা,চাচাতো ভাই,জমি নিয়ে বিরোধ,মহেশখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত