ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৩৫ কাঠুরিয়াসহ পার্বত্য চট্টগ্রামের সব গণহত্যার বিচার দাবি

৩৫ কাঠুরিয়াসহ পার্বত্য চট্টগ্রামের সব গণহত্যার বিচার দাবি

রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডসহ পার্বত্য চট্টগ্রামের সব গণহত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) পাকুয়াখালী ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শোকসভায় এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সহ-সভাপতি কাজি জালোয়ার। প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান।

বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ডা. মো. ইব্রাহিম, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, মো. নজরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইফতেখার শওকতসহ অন্যরা।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে উপজাতীয় সন্ত্রাসীগোষ্ঠী গণহত্যা চালিয়েছে। এরই অংশ হিসেবে ১৯৯৬ সালে লংগদু উপজেলার পাকুয়াখালী এলাকায় ডেকে নিয়ে ৩৫ কাঠুরিয়াকে হত্যা করা হয়। ২৯ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনও করা হয়নি।

তারা অভিযোগ করেন, এ গণহত্যার এক বছর না যেতেই তৎকালীন সরকার শান্তিবাহিনীর প্রধান সন্তু লারমার সঙ্গে পার্বত্য চুক্তি স্বাক্ষর করে। সন্তু লারমার নেতৃত্বেই বহু গণহত্যা সংঘটিত হয়েছে, তবে কোনো সরকার তদন্ত বা বিচার প্রক্রিয়া শুরু করেনি। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি পার্বত্য অঞ্চলে এখনও বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অবিলম্বে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানান।

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি মহল ‘আদিবাসী স্বীকৃতি’র দাবি তুলে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে বলেও দাবি করেন তারা।

একইসঙ্গে পার্বত্য চট্টগ্রামে সব ধরনের বৈষম্য দূরীকরণ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

বিচার দাবি,সব গণহত্যা,পার্বত্য চট্টগ্রাম,৩৫ কাঠুরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত