ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৫

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৫

পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কায়বা সীমান্ত পিলার-১৭/৭ এস এর ২২ আর পিলারের কাছে তাদের আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— সাতক্ষীরার তালা উপজেলার মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আকাশ হোসেন (২৩), মুন্সীগঞ্জের শ্রীনগরের সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুরের রোজিনা খানম (২৮) এবং যশোরের শার্শার সুফিয়া বেগম রিনা (৪৬)।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শার্শা থানায় হস্তান্তর করা হবে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে নিয়মিত সচেতন করা হচ্ছে।

আটক ৫,বিজিবির হাতে,ভারতে যাওয়ার সময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত