ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কর্মবিরতিতে নীলফামারীর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা

কর্মবিরতিতে নীলফামারীর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতির বরাদ্দ নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি শুরু করেছেন নীলফামারীর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) জেলার ছয়টি উপজেলার কর্মকর্তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হলে সেখানে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

সাক্ষীদের দাবি, দায়িত্বপ্রাপ্ত অফিস সহায়ক সুমি আকতার কল্পনার নেতৃত্বে বহিরাগত কয়েকজন সন্ত্রাসী কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একাধিক কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত হন।

ঘটনার প্রতিবাদে জেলা পর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে ব্যানার টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি শুরু হয়।

কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তারা দাবি জানিয়েছেন—অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিনশেড ঘর উচ্ছেদ করতে হবে এবং ঘটনার নেতৃত্বদানকারী ব্যক্তিকে অপসারণ করতে হবে। সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এ ঘটনায় নীলফামারীর শিক্ষা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক সমাজ ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

শিক্ষা অফিসের কর্মচারীরা,প্রাথমিক শিক্ষা,নীলফামারী,কর্মবিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত