ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ককটেল মজুদ করতে গিয়ে বিস্ফোরণ, আহত ২

ককটেল মজুদ করতে গিয়ে বিস্ফোরণ, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগানে ককটেল মজুদ করতে গিয়ে বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন— ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া-ঝুরিপাড়া এলাকার আব্দুল মেম্বারের ছেলে মো. জসিম উদ্দিন এবং একই ইউনিয়নের গনিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম আলী।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া-ঝুরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান।

স্থানীয়রা জানান, ইসলামপুরে একটি আমবাগানে ককটেল মজুদ করতে গিয়ে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় জসিম ও মাসুম আহত হন। আহতরা বর্তমানে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে ভীত-আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সবাইকে জিজ্ঞাসাবাদ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ‘ইসলামপুরে একটি আমবাগানে ককটেল মজুদ করতে গিয়ে দু'জন আহত হয়েছেন। এ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। আম গাছের কয়েকটি ডাল ঝলসে গেছে, মাটিতে রক্ত পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আহত ২,বিস্ফোরণ,ককটেল মজুদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত