ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শারীরিক প্রতিবন্ধীর ওপর হামলাকারীকে আদালতে প্রেরণ

শারীরিক প্রতিবন্ধীর ওপর হামলাকারীকে আদালতে প্রেরণ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধী সোহাগ মিয়া তালুকদারের ওপর হামলাকারী মোঃ রাজু মিয়াকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ রাজু মিয়াকে আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকা থেকে রাজু মিয়াকে পুলিশ গ্রেফতার করে। সে সাবাসপুর গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে।

একই বাড়ির বাসিন্দা মো. আইয়ুব আলী তালুকদারের ছেলে আহত সোহাগ মিয়া তালুকদারের ছোট ভাই মো. তারেক মিয়া তালুকদার জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজু মিয়াগংরা মিলিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সোহাগ মিয়া তালুকদার গুরুত্বর আহত হন।

বিষয়টি জানার পর স্বজনরা আহত অবস্থায় সোহাগ মিয়া তালুকদারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে সুবিচারের আশায় শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ মামলার প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেপ্তার করে।

মো. তারেক মিয়া তালুকদার আরও জানান, রাজু মিয়াগংরা এলাকায় দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তারা বিভিন্নভাবে এলাকার লোকজনের ক্ষতি করে আসছে। তাদের উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ হামলাসহ তাদের অন্যায় কার্যক্রমের বিচার কামনা করছি।

আদালতে প্রেরণ,হামলাকারী,শারীরিক প্রতিবন্ধী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত