
শনিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি উওরবঙ্গের একমাত্র শিশু ও মায়ের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি শিশু মৃত্যুহার কমানোর উদ্যোগগুলো পর্যবেক্ষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘মানব সেবাই হচ্ছে পরম ধর্ম। আপনারা যা কিছু করেন, তা পরকালের জন্য। জীবের সেবার মধ্যে মানবতার সেবা রয়েছে। অরবিন্দ শিশু হাসপাতালের কার্যক্রম আমাকে ভালো লেগেছে। এটি মা ও শিশুর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
পরিদর্শন শেষে হাসপাতালের হলরুমে কার্যনিবাহী কমিটির সদস্যদের সঙ্গে জেলা প্রশাসক মতবিনিময় করেন।
এসময় হাসপাতালের সাধারণ সম্পাদক মো. শামিম কবির এনআইসিইউ, শিশু বিভাগ, গাইনি বিভাগ, দন্ত বিভাগ ও অপারেশন থিয়েটারসহ রোগীদের উন্নতমানের এবং আধুনিক প্রযুক্তির সেবা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন।
হাসপাতালের কার্যনিবাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মো. শহিদুর ইসলাম খান (শাহীন খান), সহ সভাপতি রণজিৎ কুমরি সিংহ, কোষাধ্যক্ষ (ভার.) প্রেম নাথ রায়, সমাজ কল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী (রানা), শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মো. হারুন অর রশীদ, নিবার্হী সদস্য কাশী কুমার দাস ঝন্টু ও বিধান চক্রবর্তী বাসু।
জেলা প্রশাসক পরিদর্শন বহিতে তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অরবিন্দ শিশু হাসপাতালের পরিবেশ আমার ভালো লেগেছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যর ক্ষেত্রে হাসপাতাল পরিচালনা কমিটির যথেষ্ট আন্তরিকতা রয়েছে।’