
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ কৃষকেরা। এসময় ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধও করেন তারা।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে কৃষকরা।
এছাড়াও তারা সোনাহাট সেতু সংলগ্ন শহীদ মোড় এলাকায় সড়কে এলোপাতাড়ি গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। অবরোধ চলাকালীন সময়ে ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এসময় যানচলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
সারের দাবিতে বিক্ষুব্ধরত কৃষকরা জানায়, উপজেলায় তীব্র সার সংকট দেখা দিয়েছে। ফলে রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভিন্ন পথে সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বে বলে তারা জানান।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আমরা রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।